নিজের কনফেশন নিজে দেয়ার সঠিক নিয়ম এবং কিছু দিকনির্দেশনা!

বর্তমান আধুনিক যুগে কনফেশন মানবজীবনের এক অবিচ্ছেদ্য অংশ। প্রতিটা মানুষই চায় তার উপর কেউ ক্রাশিত হোক, তাকে নিয়েও কনফেশন পোস্ট হোক। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় এর সম্পূর্ণ বিপরীত! কনফেশন"ত দূরে থাক! কেউ ক্রাশও খায়না 😓

তাই অসহায় হয়ে নিজেই নিজেকে নিয়ে কনফেশন দিতে হয়। নিয়ম না জেনে কনফেশন দেয়ার কারনে আশেপাশের প্রতিটা মানুষইই বুঝে যায় "বোকাচোদা নিজেই নিজের কনফেশন দিয়েছে"

এমন সব মানুষের কথা চিন্তা করেই আজকের আয়োজন "সঠিক নিয়মে দিন কনফেশন"

• কনফেশন দেয়ার আগে প্রথম এবং প্রধান যে দিকটি লক্ষ্য রাখবেন "সেটা হলো গ্যালারি থেকে কখনোই নিজের পিক দিবেন না। এতে করে পিকের র‍্যাজুলেশন দেখে যে কেউই সহজে বুঝে যাবে এটা আপনারইই কাজ। বরং নিজের ফেসবুক আইডিতে আপলোড দেয়া পিক ডাওনলোড দিয়ে সেটা কনফেশনে দিবে। তাহলে পিক ফাটা ফাটা আসবে এবং মানুষজন বুঝতে পারবে ছবিটা কালেক্ট করা

• অতিরিক্ত আবেগ ঢালবেন না। নিজের প্রশংসা করবেন ঠিকাছে! কিন্তু অতিরিক্ত না। এমন কিছু বলবেননা যেটা আপনি ছাড়া আপনার ব্যাপারে অন্য কেউ না জানে।

• এমন আইডি থেকে দিবেন যেই আইডিটা দেখলে বুঝা না যায় আইডিটা ফেইক।

• কনফেশন লিখে পেইজে এসএমএস করে দিতে গিয়ে পেইজের কমিউনিটিতে ভুলে পোস্ট করে ফেলবেননা (এদিকে একটু লক্ষ্য রাখবেন)

• নিজের দেয়া কনফেশনে কখনো আগে গিয়ে লাভ রিয়েক্ট দিতে যাবেননা বা কমেন্ট করতে যাবেননা (এতে করে ঘটনা কাহিনী হয়ে যাবে)

• পারলে আপনার দেয়া কনফেশন পোস্টে গিয়ে কনফেশনের বিরুদ্ধে একটা নেগেটিভ কমেন্ট করবেন (এতে আশেপাশের মানুষ বুঝবে এটা আলপান দেয়া কনফেশন না)