মাইলস্টোনে পড়েও ছেলেরা যেভাবে চুল বড় রাখবেন || ৭ টি কার্যকরী টিপস

মাইলস্টোনে ছেলেদের চুল বড় রাখাটা রূপকথার রাজ্যের মতোইই। প্রতিটা মাইলস্টোনিয়ানই এই একটি ব্যাপারে সব-সময় কষ্টে থাকেন।

আপনি যদি মাইলস্টোনে পড়েও চুল বড় রাখতে চান তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য। তো চলুন দেখে নেয়া যাক মাইলস্টোনে পড়েও ৭ উপায়ে কিভাবে মাথার চুল বড় রাখবেন।

১)  প্রথম উপায় টি হচ্ছে আপনাকে ক্লাসের আগে কোচিং/প্রাইভেট পড়তে হবে অর্থাৎ, আপনি ক্লাস শুরু হওয়ার আগেই কলেজে চলে যাবেন। এতে করে নিচে কেউ আপনাকে ধরার সুযোগ পাবেনা। কজ এতো সকালে কোন স্যার থাকেনা

২) অবশ্যই সাথে একটি চিরুনি রাখতে হবে। কলেজ যাওয়ার সময় চুল স্টাইল না করে নামিয়ে বলদা কাটিং এ রাখতে হবে এবং কিছুক্ষন পরপর চুল ঠিক করতে হবে।

৩) আপনাকে একটু বাটপার টাইপের হতে হবে। আইমিন স্যার চুল ধরলে আজকে কাটবো- কালকে কাটবো এই বলে চুল না কেটে থাকতে হবে 🐸

৪) কোনভাবেই চুল ছোট করা যাবেনা। জিহাদ করতে হবে চুলের জন্য 😌

৫) রক্ত দিয়ে হলেও চুল কাটা থেকে নিজেকে রক্ষা করতে হবে যেভাবে রক্ষা করেছে মুক্তিযোদ্ধারা আমাদের দেশকে

৬) স্যারের চুল কাটতে বললে বলবেন 'চুল কাটারা টাকা নেই' 😑

৭) আপনি যদি হোস্টেলের হোন..তাহলেতো কথাই নাই! হাজারো অজুহাত রয়েছে, ( বের হতে দেয়নি, সময় পাইনি, গার্ডিয়ান এসেছিলো এজন্য কাটতে পারিনি)

আই হোপ আপনারা বুঝতে পেরেছেন 🐸 কিভাবে মাইলস্টোনে পড়েও চুল বড় রাখা যায়।