বাংলাদেশের গন্ডি পেরিয়ে নোয়াখালীর মাটিতে মাইলস্টোন স্কুল & কলেজ

দেশের গন্ডি ছাড়িয়ে এবার বিদেশের মাটিতে মাইলস্টোন কলেজের শূভ যাত্রা। বাংলাদেশ থেকে পরিচালিত মাইলস্টোন কলেজ জায়গা করে নিলো নোয়াখালীর মাটিতে।

৩০ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত হবে এই মাইলস্টোন স্কুক এন্ড কলেজ। এব্যাপারে নোয়াখালীর প্রেসিডেন্টের সাথে মাইলস্টোন ফাউন্ডেশনের চেয়ারম্যান এর এক চুক্তি সাক্ষরিত হয়।

চুক্তিতে বলা হয়, বাংলাদেশি ছাত্ররা যেভাবে প্যাড়ার শিকার সেটা নোয়াখালীদের দেয়া যাবেনা। এমনি নোয়াখালীর প্রতিটা ছাত্র-ছাত্রী পাবে প্রতিবন্ধী কোটাসহ মহাদেশীয় কোটা ও বিভিন্ন সুযোগ সুবিধা। এছাড়ও রয়েছে ভাতা সুবিধা।

তবে চাইলেই যে কোন স্টুডেন্ট বাংলাদেশের উত্তরায় অবস্থিত মাইলস্টোন ক্যাম্পাসগুলোকে ক্লাস করতে পারবে বা নোয়াখালী থেকে বাংলাদেশে ট্রান্সফার হতে পারবে।

বাংলাদেশের শাখাগুলোতে আসার জন্য নোয়াখাইল্লাদের কি করতে হবে জানতে চাইলে মাইলস্টোন ফাউন্ডেশনের এডমিন জানান, বাংলাদেশে পড়ালেখা করতে আসার আগে প্রতিটা নোয়াখাইল্লাকে ১ বছর 'বাংলা ভাষার উপর প্রশিক্ষণ' দেয়া হবে। যারা এই ১ বছরে বাংলা ভাষা আয়ত্ত করতে পারবে কেবল তারাই বাংলাদেশের মাইলস্টোনের শাখাগুলোতে পড়ালেখার সুযোগ লাভ করবে