ভারচুয়ালে ফার্স্ট ইয়ারদের যেভাবে চিনবেন |


মাইলস্টোন কলেজের ফার্স্ট ইয়ারদের চিনার বেশ কিছু সহজ উপায় রয়েছে। চাল-চলন কথাবার্তা শুনেই গেস করতে পারবেন যে 'বলদে ফার্স্ট ইয়ার। চলুন দেখে নেয়া যাক বেশ কিছু আলামত..

ফেসবুক প্রোফাইলঃ
ফার্স্ট ইয়ারদের ফেসবুক প্রোফাইল থাকে 'প্রাউড টু বি এ মাইলস্টোনিয়ান' হ্যাসট্যাগে। কলেজ ড্রেসে ছবি তুলে ঘনঘন আপদিয়ে ক্যাপশন দিবে "উই আর মাইলস্টোনিয়ান', 'প্রাউড টু বি এ মাইলস্টোনিয়ান'

চুলের স্টাইলঃ
চুলের স্টাইল দেখে খুব সহজেই ফার্স্ট ইয়ারদের চিনে ফেলা যায়। আশে-পাশে চোখ বুলিয়ে দেখুন কাদের মাথায় এলোকেশী চুল, চুলের বাহার, স্টাইল আছে। এরাইইইই ফার্স্ট ইয়ার।

মুখে হাসিঃ
সাধারণত সেকেন্ড ইয়ারদের মুখে তেমন হাসি থাকেনা।তাদের আপনি হাসতে দেখবেননা। সুতরাং, হাসিমাখা প্রতিটা মাইলস্টোনিয়ানই ফার্স্ট ইয়ার।

স্টোরি/মাইডেঃ
ফার্স্ট ইয়াররা ঘনঘন মাইলস্টোন নিয়দ স্টোরি দিবে। মাইলস্টোন এটা করছে,ওইটা করছে। এদের স্টোরিগুলো থেকে আবেগ ঝরতে দেখবেন !

মোবাইলঃ
কলেজে ক্লাস চলা অবস্থায় যে ছাত্র/ছাত্রীর হাতে মোবাইল দেখবেন (অনলাইনে দেখবেন), বুঝে নিবেন এটাই ফার্স্ট ইয়ারের। 

কনফেশনঃ
কলেজ শুরু হওয়ার আগেই ছেলে-মেয়েদের প্রেমপ্রীতি শুরু হয়ে যায়। একজন আরেকজনকে নিয়ে কনফেশনদেয়। সো, এখন থেকে কনফেশন পাওয়া/দেওয়া সবাই ফার্স্ট ইয়ারের।