নোয়াখালীতে মাইলস্টোন প্রতিষ্ঠিত হওয়ায় রাগ করেছে বরিশালবাসি

Noakhalite milestone school and college
কিছুদিন আগে বাংলাদেশের গণ্ডি পেড়িয়ে নোয়াখালীর মাটিতে জায়গা করে নেয় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ। মূলত নোয়াখালীর ভূগোলিক অবস্থান এবং ভাষার পার্থক্যের কারনে নোয়াখালীর মাটিতে প্রতিষ্ঠিত করা হয়েছে মাইলস্টোন স্কুল এন্ড কলেজটি।

খুব শীঘ্রই নোয়াখালী দেশের বিভিন্ন জেলা - বিভিন্ন স্থানে শাখা খোলা হবে।

এদিকে নোয়াখালীতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠিত হওয়ার রাগ করে বসে আছে 'বরিশালবাসিরা'

নোয়াখালীতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠিত হলে বরিশালে কেনো হবে না কারন জানতে ইতিমধ্যে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে 'বরিশাল থেকে আগত ঢাকার মাইলস্টোন কলেজের মাইলস্টোনিয়ানরা'

২৪ ঘন্টার মধ্যে জবাব না পেলে 'পেঁদে নোয়াখালীতে অবস্থিত মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ধ্বংস করে দিবে' বলে হুমকিও দিচ্ছে।

নোয়াখালীর প্রেসিডেন্টকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন '  anta mau dura pa kinte lia jhu Oa atnr Kru pahs insg ush killa gol fil tu ma. (বাংলায় যার অর্থ- বরিশাল বাসিরা আমাদের চুলের (চুলের হিন্দি করে নিবেন) কাছেও আসতে পারবেনা, যুক্তরাষ্ট্র - রাশিয়া যেখানে আমাদের নাম শুনলে দাঁড়িয়ে মুতে দেয়, সেখানে বরিশাইল্লারা কোন মাথার চুল'

NB- পোস্টটি সম্পূর্ণ বিনোদনের জন্য, বাস্তবতার সাথে পোস্টের কোন মিল নেই, তাই পোস্টটি পড়ে গুজব বলে কান থেকে ঝেড়ে ফেলুন