সেকেন্ড ইয়ারের উপর আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় 'মাইলস্টোন'

গতকিছুদিন আগে শুরু হওয়া ইয়ার ফাইনাল এক্সাম শেষ হলো এবং ফার্স ইয়ারের ছাত্র-ছাত্রীরা এরই মাঝে অনেকেই তাদের সাবজেক্টের রেজাল্ট পেয়ে গেছে। কেউ ফেইল, কেউ পাশ করেছে!

প্রিন্সিপাল এর আদেশ অনুযায়ী টেস্টে ফেইল করা ছাত্র-ছাত্রীরা রি-এক্সাম ছাড়া সেকেন্ড ইয়ারে অংশগ্রহণ করতে পারবেনা।

সদ্য এই সেকেন্ড ইয়ারে উঠা মাইলস্টোনিয়ান এবং সামনে উঠবে সেকেন্ড ইয়ারে এমন ছাত্র-ছাত্রীদের উপর দিয়ে কিছুদিন পরই দ্রুতগতিতে বয়ে যাবে ঘূর্ণিঝড় ! এই ঝরের তীব্রতা এতোটাই প্রকট হবে যে অনেকেই হয়তো অকালে টিসি নিতে বাধ্য হবে।

জানা যায়, এই ঝড় এই বছর পর্যন্ত স্থায়ী থাকবে এবং ডিসিশন ফাইনাল হবে মাইলস্টোন থেকে কারা বোর্ড এক্সামে অংশগ্রহণ করতে যাবে। ঝরকে যারা মোকাবেলা করে নিজেকে ধরে রাখতে পারবে আশা করা যায় তারা অংশগ্রহণ করতে পারবে।

গোপন সূত্র যানা যায় এরই মধ্যে অনেকের উপর দিয়ে হালকা বাতাস সহ ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে 🙂
লেখক - Admin: Omar Faruque