মাইলস্টোনের হোস্টেলগুলোতে চুরি & চোরের সংখ্যা বেড়েই চলেছে | স্টাফ রিপোর্ট

মাইলস্টোনেট হোস্টেলগুলোতে চোরের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। হোস্টেলের স্টুডেন্টদের জুতা প্যান্ট মানিব্যাগ থেকে শুরু করে ফেসওয়াস সহ বিভিন্ন জিনিশ চুরি হচ্ছে। এমনকি চুরির হাত থেকে বাদ পরছেনা জাইংগাও।

ভুক্তভোগী কয়েকজন ছাত্র-ছাত্রীদের কাছে চুরির ব্যাপারে জিজ্ঞেস করা হলে তারা জানান প্রতিনিয়তইই আমাদের জিনিষ পত্র চুরি যাচ্ছে, কিন্তু চোরকে ধরা যাচ্ছেনা।

নাম জানাতে অনিচ্ছুক এক ছাত্র ভাই জানান, ১০০০ টাকা দিয়ে একটা বেল্ট কিনেছিলাম পরার জন্য। কিন্তু কে/কারা যেন সেই বেল্ট নিয়ে গেছে। আরেক ভাই জানান, প্রায়ইই তার ফেসওয়াস ,সেন্ট, খাবার চুরি হয়।

হোস্টেলের এক মামা আমদের জানান, গত সপ্তাহে ৭০ টাকা দিয়ে একটা জাইংগা কিনে এনেছিলাম, মাত্র দুইদিন পরেছি। এরপর থেকে আর জাইংগা টা পাওয়া যাচ্ছেনা।

এব্যাপারে হোস্টেল সুপারকে জানানো হয়েছে কিনা জানতে চাইলে তারা বলেন, হোস্টেল সুপার ব্যাপার শুনেছেন এবংং চোর ধরার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহন করা হয়েছে।