কেনো আমরা মাইলস্টোন কলেজকে ভালবাসি বা ভালবাসবো

প্রতিটা ছাত্রই তার স্কুল/কলেজ নিয়ে ফান করলেও মন থেকে ঠিকই ভালবাসে 😊 আপনার কোন ফ্রেন্ড যদি আপনার কলেজ নিয়ে ফান করে তাহলে হয়তোবা তার সাথে তাল মিলিয়ে আপনিও আপনার কলেজকে পচাবেন/ফান করবেন ।

কিন্তু...
বাহিরের কেউ যদি আপনার কলেজকে পচিয়ে কিছু বলে, বাহিরের কেউ যদি আপনার কলেজকে গালি দেয়, তাহলে একটা জিনিষ লক্ষ্য করবেন, আর সেটা হচ্ছে তার প্রতি আপনার রাগ..আপনি না চাইলেও আপনার কাছে খারাপ লাগবে ☺

বাই দা ওয়ে..
কেনো আপনি মাইলস্টোন কলেজকে ভালবাসবেন? জানতে হলে পড়তে হবে পুরো আর্টিকেল টি। তো! চলুন জেনে নেয়া যাক...↓

☞ মাইলস্টোন আপনাকে খাবে কিন্তু কখনো ছাড়বেনা
✓ মাইলস্টোন প্যাড়া দিবে কিন্তু মেরে ফেলবেনা!

☞ মাইলস্টোন পড়ার সাথে সাথে Hw টাও বেশি দিবে
✓ তবে সেই অনুযায়ী বেতন একেবারেই কম নিবে!

☞ মাইলস্টোনের টিচাররা ক্লাসেই সব কিছু পড়াবে
✓ ছাত্রকে পাশ করানোর উদ্দেশ্য কোচিং করাবে!

☞ মাইলস্টোন আপনার সব ডিসিপ্লিন ঠিক করবে
✓ আপনাকে সঠিক মাইলস্টোনিয়ানের মতো গড়বে!

☞ আপনার টাকা আছে? কিন্তু খরচ করার ওয়ে নাই?
✓ মাইলস্টোন সেই ওয়ে বেড় করে দিবে ভাই!

☞ মাইলস্টোন পড়াবে, পরিক্ষা নিবে কিন্তু বন্ধ দিবেনা
✓ খাতা ভরে লিখবে, মানসম্মত না হলে নাম্বার পাবেনা

☞ বাহিরে তুমি ৫ টাকার খাবার ৩ টাকায় কিনে খাবে
✓ মাইলস্টোনে ৩ টাকার খাবার ৫ টাকায় পাবে!

So..মাইলস্টোনকে ভালবাসো, মাইলস্টোনকে ভালবাসতে শিখো।মাইলস্টোনকে ভালবাসে মনের মধ্য বরন করো, সুন্দর একটা জীবন গড়।